রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরি কুরুচিকর মন্তব্যের ফলে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার দলের অস্বস্তি বাড়িয়ে প্রতিবাদে তৃণমূলের পঞ্চায়েত প্রধান কালীপদ মাজি ।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরি কুরুচিকর মন্তব্যের ফলে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার দলের অস্বস্তি বাড়িয়ে প্রতিবাদে তৃণমূলের পঞ্চায়েত প্রধান কালীপদ মাজি । মূলত আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে পথে নেমেছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান | তাঁর দাবি, আগে রাষ্ট্রপতি পরে মন্ত্রী, আগে দেশ পরে দল | দল যদি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাতে কোনও আপত্তি নেই বলেই জানিয়েছেন তিনি | প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, ‘আমাদের দলের নেত্রী ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন, তারপর আমাদের দলের কোনও নেতার এই বিষয়ে মন্তব্য করা ঠিক নয় |