সিদুর দানের পরেই লজ্জা বস্ত্র নিয়ে কনের মুখ ঢাকার পরেই সেই লজ্জা বস্ত্রে মুখ ঢাকলেন বরও! পরে অবশ্য উপস্থিত অতিথি দের হাসাহাসিতে নিজেও হাসতে শুরু করেন তিনি।
বিয়ে চলতে চলতে এক মজার ঘটনায় হাসতে হাসতে পেটে খিল নেটিজেনদের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে দিব্যি চলছে বিয়ের অনুষ্ঠান, সময় হল সিঁদুর দানের। অন্য আর পাঁচটা বিয়ের মতই দর্পণ দিয়ে সিঁদুর পরানোর নিয়ম ছিল এই বিয়েতে। সেই মত বর তাঁর স্ত্রীর সিঁথিতে সিঁদুর পড়িয়ে দেন। এরপরেই ঘটে সেই মজার ঘটনা। দেখা গেল সিদুর দানের পরেই লজ্জা বস্ত্র নিয়ে কনের মুখ ঢাকার পরেই সেই লজ্জা বস্ত্রে মুখ ঢাকলেন বরও! পরে অবশ্য উপস্থিত অতিথি দের হাসাহাসিতে নিজেও হাসতে শুরু করেন তিনি। বুঝতে পারেন নিজের ভুল। এই ভিডিও দেখে রীতিমত হাসছেন নেটিজেনরা। বলছেন, এটা প্রথম বিয়ে তো! তাই ভুল করে ফেলেছেন ওই ব্যক্তি।