টানা কয়েকদিনের বৃষ্টিতে দারোকেশ্বর নদের জলে প্লাবিত হয়েছে আরামবাগে বেশ কিছু এলাকা। তার পাশাপাশি গতকাল ডিভিসি থেকে তিন লক্ষ কিউসেকের ওপরে জল ছেড়েছে। হুগলির পুড়শুড়া পঞ্চায়েতের একাধিক এলাকার বাঁধ ভেঙেছে।
টানা কয়েকদিনের বৃষ্টিতে দারোকেশ্বর নদের জলে প্লাবিত হয়েছে আরামবাগে বেশ কিছু এলাকা। তার পাশাপাশি গতকাল ডিভিসি থেকে তিন লক্ষ কিউসেকের ওপরে জল ছেড়েছে। হুগলির পুড়শুড়া পঞ্চায়েতের একাধিক এলাকার বাঁধ ভেঙেছে। এর জেরে ঘরছাড়া হয়েছেন বহু সংখ্যক সাধারণ মানুষ। আজ দুপুরে বানভাসি এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথমে হাওড়ার উদয়নারায়নপুর, তারপর সেখান থেকে পুড়শুড়ায় আসেন মুখ্যমন্ত্রী। নদীর অবস্থা দেখে তিনি এটাকে ‘ম্যানমেড বন্যা’ বলেন ও ডিভিসি-কে আক্রমণ করেন।