'তৃনমূলের হয়ে দালালী করলে পুলিশকে শ্রীলঙ্কার মত দৌড় করাবো' নিদান ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-এর। কোচবিহারের নয়ারহাট বাজারে ডিওয়াইএফআই-এর সভায় মীনাক্ষী মুখোপাধ্যায়। সমাবেশ থেকে পুলিশকে হুঁশিয়ারি মীনাক্ষীর।
'তৃনমূলের হয়ে দালালী করলে পুলিশকে শ্রীলঙ্কার মত দৌড় করাবো' নিদান ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-এর। কোচবিহারের নয়ারহাট বাজারে ডিওয়াইএফআই-এর সভায় মীনাক্ষী মুখোপাধ্যায়। সমাবেশ থেকে পুলিশকে হুঁশিয়ারি মীনাক্ষীর। তিনি বলেন, 'মিটিং-মিছিল করলে কমরেডদের পেটানোর হুমকি দিচ্ছে তৃণমল। ভুলেও কমরেডদের গায়ে হাত দেওয়ার সাহস করবেন না। কমরেডদের গায়ে হাত দিলে ফল খারাপ হবে। পুলিশদেরকেও ছেড়ে কথা বলা হবে না। পুলিশ পাবলিক সার্ভেন্ট, তৃণমূলের দালাল নয়। তৃণমূলের দালালি করলে শ্রীলংকার মত দৌড় করাবো।