বানারহাট রেড ব্যাঙ্ক চা বাগানে দাঁড়িয়ে গেল ২০-২৫ টি হাতির একটি দল । হাতির দলের ওপর নজরদারি পাশাপাশি জঙ্গলে ফেরানোর চেষ্টাও শুরু করেছে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা
বানারহাট রেড ব্যাঙ্ক চা বাগানে দাঁড়িয়ে গেল ২০-২৫ টি হাতির একটি দল | এক জঙ্গল থেকে অপর জঙ্গলে পাড়ি দিতে গিয়েই দাঁড়িয়ে গেল হাতির দল | খবর পেয়ে ঘটনাস্থলে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা | হাতির দলের ওপর নজরদারি পাশাপাশি জঙ্গলে ফেরানোর চেষ্টাও শুরু করেছে তারা | হাতির দল লোকালয়ে চা বাগানে দাঁড়িয়ে গেলেও কোনো হতাহতের খবর নেই