আজ গোসাবা বিধানসভার বিপ্রদাসপুর এলাকায় বিধায়ক সুব্রত মণ্ডলের একটি কর্মী সভা ছিল। কিন্তু সেই সভা হওয়ার আগে গভীর রাতে দুষ্কৃতীরা ভাঙচুর করে সভা মঞ্চ। অভিযোগ গোসোবা তৃণমূল নেতা অনিমেষ মণ্ডলের নেতৃত্বে এই অরাজগতা।
আজ গোসাবা বিধানসভার বিপ্রদাসপুর এলাকায় বিধায়ক সুব্রত মণ্ডলের একটি কর্মী সভা ছিল। কিন্তু সেই সভা হওয়ার আগে গভীর রাতে দুষ্কৃতীরা ভাঙচুর করে সভা মঞ্চ। অভিযোগ গোসোবা তৃণমূল নেতা অনিমেষ মণ্ডলের নেতৃত্বে এই অরাজগতা। যদিও এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল।