ডিসেম্বরে সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কা! নিশানায় বিজেপি, পুলিশকে কড়া নির্দেশ মমতার

রানাঘাটে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার নিরাপত্তা নিয়ে আরও কড়া হওয়ার পরামর্শ দেন তিনি। BSF-এর এক্তিয়ার নিয়ে পুলিশকে দিলেন কড়া নির্দেশ। তিনি বলেন, 'BSF-এর অন্যায়-অত্যাচার যাতে না হয়, নজর রাখতে হবে।'

বৃহস্পতিবারের রানাঘাটে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার নিরাপত্তা নিয়ে আরও কড়া হওয়ার পরামর্শ দেন তিনি। BSF-এর এক্তিয়ার নিয়ে পুলিশকে দিলেন কড়া নির্দেশ। তিনি বলেন, 'BSF-এর অন্যায়-অত্যাচার যাতে না হয়, নজর রাখতে হবে।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'রানাঘাটের অনেক জায়গা আছে, আমরা বলতাম ধানতলা থেকে বানতলা। অর্থাৎ হঠাৎ করে গুলি চালিয়ে পালিয়ে যায়। তাদের ধরতে হবে। বাড়াতে হবে নাকা চেকিং।’ মুখ্যমন্ত্রী কঠোর ভাবে নির্দেশ দিয়ে বলেন, ‘সব জায়গায় নাকা চেকিং এখন থেকে বাড়াও। বিহার থেকে এক হাজার টাকায় অস্ত্র চলে আছে। ওপার থেকে চলে আসছে। ইধার-উধার থেকে চলে আসছে। এগুলো সামলাতে হবে।’ এরপর উত্তরবঙ্গ প্রসঙ্গ টেনে বলেন, ‘উত্তরবঙ্গকে ছিন্নভিন্ন করার জন্য সীমান্তের ওপার থেকে অস্ত্র চলে আসছে। এই বিষয়ে বিশেষ নজর দিতে হবে।' ডিসেম্বরে সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কা, নিশানায় বিজেপি!

09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর04:33রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন ক্ষমতায় এলে কী করবেন তিনি?04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:31অবশেষে নির্ধারিত হলো আরজি কর মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর06:37Bhangar : তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড়02:39পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের পুলিশের হাতে বড়সড় সাফল্য! চাঞ্চল্য চন্দননগরে05:01'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর