বৃহস্পতিবার সকালে মধ্যমগ্রামের সুকান্ত নগরের লটারি ছাপাখানায় হানা দিল ইডি। একাধিক তৃণমূল নেতা লটারি জিতেছে। সেই লটারির জয়ের টাকা গিয়েছে তাদের একাউন্টে। গরু পাচার তদন্ত করতে গিয়ে বিষয়টি নজরে আসে ইডি আধিকারিকদের।
বৃহস্পতিবার সকালে মধ্যমগ্রামের সুকান্ত নগরের লটারি ছাপাখানায় হানা দিল ইডি। একাধিক তৃণমূল নেতা লটারি জিতেছে। সেই লটারির জয়ের টাকা গিয়েছে তাদের একাউন্টে। গরু পাচার তদন্ত করতে গিয়ে বিষয়টি নজরে আসে ইডি আধিকারিকদের। এর জেরেই ছাপা কারখানায় ইডির হানা।