গত কয়েকদিন চিতা বাঘের আতঙ্কে দিন কাটছিল এলাকার বাসিন্দাদের। এদিন খাঁচা বসানোর ঘণ্টা দুয়েকের মধ্যেই ধরা দিল চিতা বাঘ ।
গত কয়েকদিন চিতা বাঘের আতঙ্কে দিন কাটছিল এলাকার বাসিন্দাদের। এদিন খাঁচা বসানোর ঘণ্টা দুয়েকের মধ্যেই ধরা দিল চিতা বাঘ । ঘটনাটি ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার ভবেশ্বর পাড়া এলাকার । জানা গিয়েছে, গত তিন দিনে এলাকার ছয়টি ছাগল খেয়েছে চিতা বাঘটি । লেপার্ডটির স্বাস্থ্য পরীক্ষার পর সেটাকে ফের একবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ।