পাথরপ্রতিমার দিগম্বরপুরে একশো তিন বছরের গ্রামীন পুজোর উদ্বোধন হল । মাধ্যমিক পরীক্ষার মধ্যে সরকারি বিধিনিষেধ মেনে চলছে শীতলা ও চন্ডী মাতার গ্রামীণ পুজো ।
পাথরপ্রতিমার দিগম্বরপুরে একশো তিন বছরের গ্রামীন পুজোর উদ্বোধন হল । মাধ্যমিক পরীক্ষার মধ্যে সরকারি বিধিনিষেধ মেনে চলছে শীতলা ও চন্ডী মাতার গ্রামীণ পুজো । ৫ দিন ধরে চলে এই পুজো | পুজোর পাশাপাশি সান্ধ্যাকালীন বিভিন্ন অনুষ্ঠানে থাকছে এখনে | এছাড়াও অনুষ্ঠিত হবে ফুটবল প্রতিযোগিতা | আশেপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ এই পুজায় অংশ নেয় |