এবছর শীতের মরসুম আসতে না আসতেই রসুন রোপণের কাজে লেগে পড়েছে চাষিরা, মুর্শিদাবাদের সাগরপাড়ার বিভিন্ন এলাকায় জোর কদমে চলছে রসুন রোপণের কাজ।
শীত মরসুমে ব্যাপক ফলন হয় রসুনের | কার্তিক মাসে ফসল রোপণ হয়, ফাল্গুন মাসে তোলা হয় ফসল | বিঘা প্রতি জমিতে ফসল করতে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয় | ভালো ফলন হলে বিঘা পিছু ১৫ থেকে ২০ কুইন্টাল রসুন হয় | এবছর শীতের মরসুম আসতে না আসতেই রসুন রোপণের কাজে লেগে পড়েছে চাষিরা | মুর্শিদাবাদের সাগরপাড়ার বিভিন্ন এলাকায় জোর কদমে চলছে রসুন রোপণের কাজ