সোমবার বারাসাতের দক্ষিণপাড়া থেকে মীন ভবন পর্যন্ত হকার উচ্ছেদ হয়। বুলডোজার দিয়ে একের পর এক দোকান ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল। কান্নায় ভেঙ্গে পড়ল হকাররা।
সোমবার বারাসাতের দক্ষিণপাড়া থেকে মীন ভবন পর্যন্ত হকার উচ্ছেদ হয়। বুলডোজার দিয়ে একের পর এক দোকান ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল। কান্নায় ভেঙ্গে পড়ল হকাররা। তাঁরা জানায় 'সারা জীবন তৃণমূল করার পরও সবকিছু কেড়ে নিল দিদি'। আগামীতে সমগ্র বারাসাত জুড়ে সব রাস্তার হকার উচ্ছেদ করা হবে বলে জানান পুরসভা।