পাহাড়ের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে এই বৃষ্টিতে তাপমাত্রার বিশেষ ফারাক হবে না বলেই জানা যাচ্ছে।
প্রখর দাবদাহ থেকে খানিকটা স্বস্তি পেল পাহাড়। একদিকে প্রবল তাপপ্রবাহ রাজ্য জুড়ে। বৃষ্টির ছিটেফোটা নেই কোথাও। এরই মধ্যে বুধবার বিকেলে স্বস্তির বৃষ্টিতে ভিজল দার্জিলিং। গত কয়েকদিন ধরে পাহাড়ের তাপমাত্রাও ছিল ঊর্ধ্বমুখী। দার্জিলিং জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি পেরিয়ে গিয়ে এখন প্রায় ২৫ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি। জলপাইগুড়ি, কালিম্পং সহ সমস্ত জেলাতেই চড়তে শুরু করেছে পারদ। বাগডোগরায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাচ্ছে প্রায় ৩৮ ডিগ্রির কাছাকাছি। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে এক পশলা বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে পাহাড়বাসী। পাহাড়ের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে এই বৃষ্টিতে তাপমাত্রার বিশেষ ফারাক হবে না বলেই জানা যাচ্ছে।
পাহাড়ের পর এবার কি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা? আলিপুর জানাচ্ছে আগামী তিন দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। বরং কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী তিনদিন চলবে তাপপ্রবাহ। তাপপ্রবাহের সতর্কতা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে । তবে শনিবার থেকে আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হতে পারে বৃষ্টিও।
কলকাতায় রাতের তাপমাত্রাও ছাড়িয়ে গেছে ৩০ ডিগ্রির গণ্ডী। জেলায় জেলায় বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ১৯ এপ্রিল, বুধবারও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার বাঁকুড়া জেলার তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিসের রিপোর্ট। মালদহ বা বীরভূমেও তাপমাত্রা খুবই বেশি থাকার সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। গরমের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত। গাঙ্গেয় বঙ্গের সবকটি জেলার আবহাওয়া আপাতত শুকনো থাকবে। তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে হাওয়া অফিসের রিপোর্টে দেখা যাচ্ছে, আগামী দিন পাঁচেক ধরে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব-একটা বড়সড় বদল ঘটবে না, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪-৫ ডিগ্রি বেশিই থাকবে। তবে, সপ্তাহের শেষে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ২২ শে এপ্রিল দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে । গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে সপ্তাহের শেষ দিকে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন -
প্রচণ্ড গরমের মধ্যেই চলবে বৈশাখের প্রথম সপ্তাহ, সপ্তাহান্তে আশার বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর
চিন নয়, ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, এই পরিসংখ্যান বদলে দিল ইতিহাস
মাছ কাটার পরে হাতে আঁশটে গন্ধে বমি এসে যায়, আঁশটে গন্ধ দূর করার জন্য রইল ৩টি উপায়