হুগলির চক বাঁশবেড়িয়ায় ঘটে গেল এক আঁতকে ওঠা ঘটনা। সূত্রের খবর দুই শ্যালকের মধ্যে ঝগড়া চলছিল জামাইবাবুর। পরিবারের দাবি সেই বচসার জেরেই এইরকম করে অভিযুক্ত দুই শ্যালক।
হুগলির চক বাঁশবেড়িয়ায় ঘটে গেল এক আঁতকে ওঠা ঘটনা। সূত্রের খবর দুই শ্যালকের মধ্যে ঝগড়া চলছিল জামাইবাবুর। পরিবারের দাবি সেই বচসার জেরেই এইরকম করে অভিযুক্ত দুই শ্যালক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ হারান গুরুতর জখম জামাইবাবু। পুলিশ দুই অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে।