পুরীর পর দেশে বৃহত্তম রথযাত্রা হুগলির শ্রীরামপুরের মাহেশ রথযাত্রা। জয় জগন্নাথ বলতে বলতেই মাহেশের রথযাত্রার কামারহাটির বিধায়ক মদন মিত্র । আরও পাঁচ জন দর্শনার্থীর মতই ভোগ খেলেন মন্দিরে ।
পুরীর পর দেশে বৃহত্তম রথযাত্রা হুগলির শ্রীরামপুরের মাহেশ রথযাত্রা। জয় জগন্নাথ বলতে বলতেই মাহেশের রথযাত্রার কামারহাটির বিধায়ক মদন মিত্র । আরও পাঁচ জন দর্শনার্থীর মতই ভোগ খেলেন মন্দিরে । ভিড়ে ঠাসা মন্দির চত্ত্বর। অনুগামীদের সেলফির আবদার মেটান মদন মিত্র । ভক্তিভরে মন্দিরে প্রবেশ কামারহাটির বিধায়কের ।