ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়ার বাঁকড়ার সানাপাড়া। সিপিএমের বুথ এজেন্টের দোকানে তান্ডব চালাল 'তৃণমূল' কর্মীরা। এমনটাই অভিযোগ করলেন আক্রান্ত দোকানের মালিক।
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়ার বাঁকড়ার সানাপাড়া। সিপিএমের বুথ এজেন্টের দোকানে তান্ডব চালাল 'তৃণমূল' কর্মীরা। এমনটাই অভিযোগ করলেন আক্রান্ত দোকানের মালিক। 'তৃণমূলের বিজয় মিছিল' থেকে দফায় দফায় আক্রমণ চালান হয়। এলাকায় তীব্র উত্তেজনা, ঘটনাস্থলে স্থানীয় থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।