উত্তর ২৪ পরগনার হাসনাবাদের হাসনাবাদ পঞ্চায়েতের ট্যাংরামারি এলাকায় ইছামতি নদী বাঁধে নামলো ধস। প্রবল বর্ষণে নদী বাঁধের প্রায় ৩০ ফুট ধসে নদীর গর্ভে চলে গিয়েছে। অমাবস্যার ভরা কটালের আগে নদী বাঁধে ধস নামায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।
উত্তর ২৪ পরগনার হাসনাবাদের হাসনাবাদ পঞ্চায়েতের ট্যাংরামারি এলাকায় ইছামতি নদী বাঁধে নামলো ধস। প্রবল বর্ষণে নদী বাঁধের প্রায় ৩০ ফুট ধসে নদীর গর্ভে চলে গিয়েছে। অমাবস্যার ভরা কটালের আগে নদী বাঁধে ধস নামায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনকে বলেও কোন সুরাহা হয়নি। যেকোনো সময় নদী বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে হাসনাবাদের একাধিক গ্রাম। আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের।