'আমার যদি কম বয়স থাকত শুভেন্দুকে চটি পেটা করতাম।' ফের বেলাগাম তৃণমূল সাংসদ সৌগত রায়। প্রকাশ্য মঞ্চ থেকেই শুভেন্দুকে আক্রমণ সৌগতর। বালেশ্বর ট্রেন দুর্ঘটনা নিয়ে এখনো টানা পড়েন অব্যাহত। বরানগরে তৃণমূলের সভামঞ্চ থেকে শুভেন্দুকে আক্রমণ করলেন সৌগত।
'আমার যদি কম বয়স থাকত শুভেন্দুকে চটি পেটা করতাম।' ফের বেলাগাম তৃণমূল সাংসদ সৌগত রায়। প্রকাশ্য মঞ্চ থেকেই শুভেন্দুকে আক্রমণ সৌগতর। বালেশ্বর ট্রেন দুর্ঘটনা নিয়ে এখনো টানা পড়েন অব্যাহত। বরানগরে তৃণমূলের সভামঞ্চ থেকে শুভেন্দুকে আক্রমণ করলেন সৌগত। 'শুভেন্দু বলেছে বালেশ্বরে করমন্ডল দুর্ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে। আমার বয়স যদি কম হত তাহলে শুভেন্দুকে আমি চটি দিয়ে মারতাম। বলতাম তোর মাথা কি খারাপ হয়ে গিয়েছে। এছাড়াও এ দিন বিজেপির সুকান্ত মজুমদারকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করলেন সৌগত রায়। 'সুকান্ত মজুমদার মানুষের ডাক্তার নয় ও গাছগাছালির ডাক্তার। সুকান্ত বলেছে তৃণমূল ২০০০ টাকার নোট কোথা থেকে পেল। ও জানে না ২০০০ টাকার নোট এখনো বাতিল হয়নি। কোথা থেকে দেওয়া হচ্ছে তাতে তোমার বাবার কি। তোমাদের দশ টাকা দেওয়ারও ক্ষমতা নেই।'