'কংগ্রেসের যখন গর্ভযন্ত্রণা উঠেছিলো, তখন যদি লেবার রুমে বাজপেয়ীজি না থাকতেন তাহলে তৃণমূল নামক দলটি ভূমিষ্ঠ হতে পারত না' বিস্ফোরক মন্তব্য করলেন শমীক ভট্টাচার্য।
'কংগ্রেসের যখন গর্ভযন্ত্রণা উঠেছিলো, তখন যদি লেবার রুমে বাজপেয়ীজি না থাকতেন তাহলে তৃণমূল নামক দলটি ভূমিষ্ঠ হতে পারত না' বিস্ফোরক মন্তব্য করলেন শমীক ভট্টাচার্য। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধুয়ে দিলেন তিনি। দেখুন কী বলছেন।