দালাল মারফত বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল নাবালিকা । কু-কর্মের অভিযোগ চারজন দালালের বিরুদ্ধে ।
দালাল মারফত বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল নাবালিকা । ধর্ষণের অভিযোগ চারজন দালালের বিরুদ্ধে । ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদায় । অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে । তাদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠায় । গ্রেপ্তার সনজ বৈরাগী , প্রথম মন্ডল , হিরো দাস ও প্রদীপ বিশ্বাস।