খোলা চৌবাচ্চাতে রাতের অন্ধকারে পড়ে গেল শিয়াল। শিয়াল দেখতে মুহূর্তে ভিড় জমে গেল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর আইটিআই কলেজের মাঠের ঘটনা। কলেজের মাঠে রয়েছে একটি জল ভর্তি চৌবাচ্চা। চৌবাচ্চার মুখে কোন ঢাকনা বা নেট নেই।
রবিবার রাতের অন্ধকারে একটি শিয়াল পড়ে যায় ওই চৌবাচ্চাতে। সোমবার সকাল হতেই আশেপাশে মানুষজনের নজরে পরে শিয়ালটি। পরে স্থানীয়রা শিয়ালটিকে উদ্ধার করে। এলাকাবাসিরদের অভিযোগ, ওই চৌবাচ্চাতে এর আগে একটি গরু পড়ে গেছিল। স্থানীয়রা জানান, আইটিআই কলেজের মাঠে এলাকার ছেলেরা খেলাধুলা করে। চৌবাচ্চার মুখ ঢাকা না থাকায় সেটি বিপদজনক হয়ে রয়েছে।