ভারত- বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার ঝিকরি গ্রামে মর্টার উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। স্থানীয় এক কৃষক জমিতে কৃষি কাজ করতে গিয়ে মর্টারটি দেখতে পান। মর্টারটির গায়ে পাকিস্তান লেখা রয়েছে। সেই কৃষক তৎক্ষণাৎ স্থানীয় বিএসএফ-কে খবর দেন।
ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার ঝিকরি গ্রামে মর্টার উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। স্থানীয় এক কৃষক জমিতে কৃষি কাজ করতে গিয়ে মর্টারটি দেখতে পান। মর্টারটির গায়ে পাকিস্তান লেখা রয়েছে। সেই কৃষক তৎক্ষণাৎ স্থানীয় বিএসএফ-কে খবর দেন। বোম স্কোয়াটে খবর দেওয়া হলে তারা এসে মর্টারটি নিষ্ক্রিয় করে। এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই স্থানীয় পুলিশ ও বিএসএফ শুরু করে দিয়েছে।