রোদ ঝলমলে আকাশ, ৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর ২৪ পরগনায়। হেমন্তের শুরুতেই জানান দিচ্ছে শীত আসছে। সন্ধের পরেও আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না।
রোদ ঝলমলে আকাশ, ৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর ২৪ পরগনায়। হেমন্তের শুরুতেই জানান দিচ্ছে শীত আসছে। সন্ধের পরেও আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণা বাতাসের প্রভাব কমবে, উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রমশ নামতে শুরু করবে পারদ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের আমেজ বঙ্গে।