বারাসাতের বাসিন্দা প্রিয়াঙ্কা কুন্ডু ও অরজিৎ দাস এর কাছে বীমা করার জন্য এসেছিল সঞ্জয় পাল নামে এক ব্যক্তি। বীমা করানোর নামে তারা সঞ্জয়কে একটা রাষ্ট্রত্ত্ব ব্যাংকে একাউন্ট খুলিয়ে দেয়।
বারাসাতের বাসিন্দা প্রিয়াঙ্কা কুন্ডু ও অরজিৎ দাস এর কাছে বীমা করার জন্য এসেছিল সঞ্জয় পাল নামে এক ব্যক্তি। বীমা করানোর নামে তারা সঞ্জয়কে একটা রাষ্ট্রত্ত্ব ব্যাংকে একাউন্ট খুলিয়ে দেয়। ব্যাংকের পাসবুক এটিএম কার্ড চেক বুক সমস্তটাই পিয়াংকা ও অরজিৎ এর নিজেদের অধীনে রেখে দেয়। পরবর্তী সময়ে সে একাউন্টে একাধিক টাকা লেনদেন হয়। সেই লেনদেনের খবর পেয়ে সঞ্জয়ের সন্দেহ হয়। সন্দেহ হতে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বারাসাত থানার পুলিশ প্রিয়াংকা কুন্ডু ও অরিজিৎ দাস কে গ্রেফতার করে। পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এরকম আর কোন অ্যাকাউন্ট তারা ব্যবহার করছে কিনা এবং এই অর্থ কোথা থেকে এই একাউন্টে প্রবেশ করছে সে বিষয়গুলো তদন্ত করে দেখছে বারাসাত থানার পুলিশ।