বারাসাতে শিশুচুরির 'গুজব'কে কেন্দ্র করে রণক্ষেত্র! 'ছেলেধরা' সন্দেহে গণপিটুনির ঘটনায় ১৭ জন গ্রেপ্তার। 'অপপ্রচার' ও 'গুজব' নিয়ে বাড়তি সতর্কতা জেলা পুলিশের।
বারাসাতে শিশুচুরির 'গুজব'কে কেন্দ্র করে রণক্ষেত্র! 'ছেলেধরা' সন্দেহে গণপিটুনির ঘটনায় ১৭ জন গ্রেপ্তার। 'অপপ্রচার' ও 'গুজব' নিয়ে বাড়তি সতর্কতা জেলা পুলিশের। 'ছেলেধরা' সন্দেহে দু'জনকে বেধরক মারধর বাসিন্দাদের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।