শওকত মোল্লা দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন 'আমাদের কাছে খবর আছে কেউ কেউ আমাদের নেতা সরকারি ঘরের টাকা এলে বলে ঘর টা আমি দিয়েছি, আমি বলি ঘরের টাকাটা কি তোর বাপের টাকা?'
ক্যানিংয়ের জীবনতলায় বিজয়া সন্মেলানী অনুষ্ঠানের মঞ্চ থেকে দলীয় নেতা কর্মীদের হুঁশিয়ারি দিলেন শওকত মোল্লা। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন 'আমাদের কাছে খবর আছে কেউ কেউ আমাদের নেতা সরকারি ঘরের টাকা এলে বলে ঘর টা আমি দিয়েছি, আমি বলি ঘরের টাকাটা কি তোর বাপের টাকা?'