জামাল সর্দারের বাড়ির সুইমিংপুলে থাকা কচ্ছপ উদ্ধারে তৎপর হয় বনদপ্তর। আড়াই ঘণ্টা অপেক্ষার পর গেট না খোলায় ফিরে যেতে হয় বনদপ্তরের দলটিকে।
জামাল সর্দারের বাড়ির সুইমিংপুলে থাকা কচ্ছপ উদ্ধারে তৎপর হয় বনদপ্তর। আড়াই ঘণ্টা অপেক্ষার পর গেট না খোলায় ফিরে যেতে হয় বনদপ্তরের দলটিকে। জামাল সর্দারের বিরুদ্ধে বনদপ্তর থেকে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ফরেস্ট অফিসার। বেআইনিভাবে এই কচ্ছপ রাখার জন্য ২৫ লক্ষ টাকার জরিমানা ও তিন থেকে সাত বছরের জেল হবে বলে আরও জানান ডিএফও মিলন মন্ডল।