এক থেকে পঞ্চাশ গড়গড় করে বলতে পারে সে, পাশাপাশি প্রায় ৫০টি দেশের জাতীয় পতাকা আরামসে চিনিয়ে দেয় । নাম আরাত্রিকা মাহাত, বয়স মাত্র ২ বছর ৮ মাস । এরই মধ্যে নাম উঠেছে ইন্ডিয়া বুক ওফ রেকর্ডে।
নাম আরাত্রিকা মাহাত, বয়স মাত্র ২ বছর ৮ মাস । এরই মধ্যে নাম উঠেছে ইন্ডিয়া বুক ওফ রেকর্ডে। এক থেকে পঞ্চাশ গড়গড় করে বলতে পারে সে, পাশাপাশি প্রায় ৫০টি দেশের জাতীয় পতাকা আরামসে চিনিয়ে দেয় আরাত্রিকা। শুধু তাই নয়, প্রত্যেকটি অক্ষর ও সংখ্যা চিহ্নিত করে ফেলে একেবারেই। এছাড়া ৪০টির ওপর জীবজন্তু, সবজি, ফলমুল সে চিনতে পারে। এই অসাধারণ প্রতিভাকে ঘিরে হইচই রব বেলপাহাড়ি জুড়ে ।