উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়ার ২৫০ বছরের পুরনো কালীপুজো। কথিত, পুজোর দিন মন্দিরের পাশের জঙ্গলে আসতো বাঘ। সুন্দরবনকে বন্যা থেকে বাঁচাতে শুরু হয়েছিল অরণ্যকালীর মন্দিরে শ্যামাপূজো। হাড়োয়ার খলিসাদি গ্রামের এই মায়ের পুজো আজও লোকের মুখে মুখে।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়ার ২৫০ বছরের পুরনো কালীপুজো। কথিত, পুজোর দিন মন্দিরের পাশের জঙ্গলে আসতো বাঘ। সুন্দরবনকে বন্যা থেকে বাঁচাতে শুরু হয়েছিল অরণ্যকালীর মন্দিরে শ্যামাপূজো। হাড়োয়ার খলিসাদি গ্রামের এই মায়ের পুজো আজও লোকের মুখে মুখে। কথিত, স্বয়ং মা মন্দিরের পাশের পুকুরে এসে স্নান করতেন। বিশেষত্ব, কালীপুজোর দিন যে মূর্তি স্থাপিত হয়, সেই মুহূর্তেই সারা বছর ধরে পূজো হয়। তবে সপ্তাহখানেক আগেই বিসর্জন দেয়া হয় পুরানো মূর্তিকে। এই মায়ের পুজোয় পাঠাবলির প্রচলন আছে। ভক্তি ভরে এই মায়ের পূজো করলে পূরণ হয় মনের ইচ্ছে।