কফিনবন্দী হয়েই বাড়িতে ফিরলেন কাঞ্চনজঙ্ঘার যাত্রী শঙ্করমোহন দাস। ফুলবাগানের বাড়িতে হাহাকার, কান্নার রোল! মৃতের পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। ফুলবাগানের শ্রীকৃষ্ণ দাঁ লেনের বাসিন্দা শঙ্করমোহন দাস।
কফিনবন্দী হয়েই বাড়িতে ফিরলেন কাঞ্চনজঙ্ঘার যাত্রী শঙ্করমোহন দাস। ফুলবাগানের বাড়িতে হাহাকার, কান্নার রোল! মৃতের পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। ফুলবাগানের শ্রীকৃষ্ণ দাঁ লেনের বাসিন্দা শঙ্করমোহন দাস। সোমবার অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে বসেছিলেন শঙ্করমোহন।