ঘূর্ণিঝড় ‘দানা’র জেরে গোটা কলকাতা জলমগ্ন। কলকাতা পৌরসভার গেটেও জমেছে হাঁটু পর্যন্ত জল। বিভিন্ন জায়গায় জল জমা পরিস্তিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পৌর কর্মীরা।
ঘূর্ণিঝড় ‘দানা’র জেরে গোটা কলকাতা জলমগ্ন। কলকাতা পৌরসভার গেটেও জমেছে হাঁটু পর্যন্ত জল। বিভিন্ন জায়গায় জল জমা পরিস্তিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পৌর কর্মীরা। তখন কলকাতা পৌর সংস্থার কন্ট্রোল রুমের সামনে জল জমা উপর দিয়ে নিজের ডিউটিতে আসছেন পৌর কর্মী থেকে আধিকারিকরা।