আবারও পুলিসের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ উঠলো শান্তিপুরে। এবার এক প্রমোটারের বানানো জাল দলিল কে সামনে রেখে জমির পুরানো মালিকদের জমি খালি করে দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠলো শান্তিপুর পুলিশের বিরুদ্ধে।
আবারও পুলিসের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ উঠলো শান্তিপুরে। এবার এক প্রমোটারের বানানো জাল দলিল কে সামনে রেখে জমির পুরানো মালিকদের জমি খালি করে দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠলো শান্তিপুর পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, ২০২১ সালে স্থানীয় এক প্রমোটার জাল দলিল তৈরি করে ওই এলাকার মানুষদের জায়গা খালি করা অথবা তার কাছ থেকে পুনরায় জমি কিনে নেওয়ার কথা বলে। মামলা আদালতে উঠলে আদালত এলাকার পুরানো বাসিন্দাদের পক্ষেই রায় দেয়। অভিযোগ এরপর থেকেই প্রমোটারের সঙ্গে হাত মিলিয়েছে শান্তিপুরের পুলিশ। মাঝরাতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে পুলিশ। বেশ আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা।