অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের চ্যালেঞ্জ জানালেও এখনও বিজেপির কোনও নেতাই জবাব দেয়নি। সাংবাদিক সম্মেলনে দাবি তৃণমূল নেতা ব্রাত্য বসুর। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ ব্রাত্যর।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের চ্যালেঞ্জ জানালেও এখনও বিজেপির কোনও নেতাই জবাব দেয়নি। সাংবাদিক সম্মেলনে দাবি তৃণমূল নেতা ব্রাত্য বসুর। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ ব্রাত্যর। তিনি বলেন কেন্দ্র মনরেগে বা আবাস যোজনায় কোনও টাকা দেয়নি। অভিষেক বিজেপি নেতাদের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে বিতর্কের আহ্বান জানিয়েছেন। কিন্তু এখনও রাজ্যের বিজেপি নেতারা তা নিয়ে মুখ খোলেননি। পাল্টা বিজেপির বিরুদ্ধে দলীয় কোন্দলে ব্যস্ত থাকার অভিযোগ করেন। তিনি বলেন বিজেপি এখনও এই রাজ্যে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে উঠতে পারেনি। কটাক্ষ করেন তৃণমূল নেতা।