কালীঘাটে প্রচারে বেরিয়ে বাধা পেলেন সিপিএম প্রার্থী সায়রা হালিম। পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। বচসায় জড়িয়ে পড়েন সায়রা হালিম।
কালীঘাটে প্রচারে বেরিয়ে বাধা পেলেন সিপিএম প্রার্থী সায়রা হালিম। পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। বচসায় জড়িয়ে পড়েন সায়রা হালিম। বারাবার হাত জোট করে প্রচার করতে দেওয়ার আবেদন প্রার্থীর। হাইকোর্টে যাওয়ার হুমকিও দেন দলীয় সমর্থকরা। বাধা হয়ে দাঁড়িয়ে থাকে পুলিশ।