জনসভা থেকে বড় বার্তা দিলেন অভিষেক। তিনি বললেন 'জয়ের ব্যবধান এবার ৩ লক্ষ করতে হবে মথুরাপুরে'।
দক্ষিণ ২৪ পরগণার মথুরাপর লোকসভা কেন্দ্রের কুলপিতে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনসভা থেকে বড় বার্তা দিলেন অভিষেক। তিনি বললেন 'জয়ের ব্যবধান এবার ৩ লক্ষ করতে হবে মথুরাপুরে'। দেখে নিন আর কী বললেন তৃণমূলের সেকেন্ড ম্যান ইন কম্যান্ড।