সিভিক ভলেন্টিয়ার্সের মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকা লুঠ! এক ঘণ্টার মধ্যে অপরাধীকে ধরল পুলিশ, পুলিশের তৎপরতায় বাংলা-বিহার সীমান্ত থেকে এক ঘণ্টার মধ্যে টাকা এবং আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার অভিযুক্ত।
সিভিক ভলেন্টিয়ার্সের মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকা লুঠ! এক ঘণ্টার মধ্যে অপরাধীকে ধরল পুলিশ, পুলিশের তৎপরতায় বাংলা-বিহার সীমান্ত থেকে এক ঘণ্টার মধ্যে টাকা এবং আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার অভিযুক্ত। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা কুশিদা গামী রাজ্য সড়ক কামারতা এলাকার ঘটনা। বিহারে পালানোর সময় নাকা চেক পোস্ট থেকে গ্রেফতার অভিযুক্ত। উদ্ধার চুরি যাওয়া টাকা। পেশায় সিভিক পুলিশ শাহাজামল সাথে সাথে খবর দেন হরিশ্চন্দ্রপুর থানায়। হরিশ্চন্দ্রপুর থানা আইসি দেওদূত গজমের খবর পেতেই নড়েচড়ে বসে পুলিশ। আইসির নির্দেশে অভিযুক্তদের ধরতে শুরু হয় পুলিশি অভিযান। চাঁচল থানার পুলিশের সাহায্য নিয়ে এক ঘণ্টার মধ্যে গোবিন্দপুর ঘাট নাকা পয়েন্টের কাছে পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত। ঘটনার সঙ্গে জড়িত একজন গ্রেফতার হয়েছে এবং আরেক জনের খোঁজে চলছে তল্লাশি। ধৃতের নাম মনসুর আলম(৩২)। বাড়ি চাঁচল থানার সুরতপুর এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ২ লক্ষ ১৭ হাজার টাকা,মোটর বাইক, দেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর বিহারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত।