ফেসবুকে পরিচয় করে প্রথমে প্রেমের অভিনয় ও পরে কাজের টোপ দিয়ে পাচার ভীন রাজ্যে। গত ৯ই জুলাই তারকেশ্বর এলাকা থেকে এক নাবিলাকা নিখোঁজ হয়। গত ১৩ই জুলাই তারকেশ্বর থানায় নিখোঁজের একটি অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
ফেসবুকে পরিচয় করে প্রথমে প্রেমের অভিনয় ও পরে কাজের টোপ দিয়ে পাচার ভীন রাজ্যে। গত ৯ই জুলাই তারকেশ্বর এলাকা থেকে এক নাবিলাকা নিখোঁজ হয়। গত ১৩ই জুলাই তারকেশ্বর থানায় নিখোঁজের একটি অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এরপরই তদন্তে নেমে ওই নাবালিকা কে বিহার থেকে উদ্ধার করা হয় গত ১৯শে জুলাই। সেই নাবালিকার কাছ থেকেই জানা যায় ফেসবুক থেকেই এই নারী পাচার চক্র চলে। গত ২৫শে অক্টোবর মিজানুর মন্ডল ও শ্রীরাম রায় কে গ্রেপ্তার করে পুলিশ।