হাতুড়ি হাতে কলেজের তালা ভেঙে কলেজে প্রবেশ করে এক ব্যক্তি । ভাঙচুর করা হয়েছে একাধিক জলের ফিল্টার, চেয়ার, টেবিল।
চাঁচল কলেজে ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ভাঙচুর করা হয়েছে একাধিক জলের ফিল্টার, একোয়াগার, চেয়ার, টেবিল। সকালবেলা হঠাৎই এক ব্যক্তি হাতুড়ি হাতে কলেজের তালা ভেঙে কলেজে প্রবেশ করে। তারপরেই কলেজ জুড়ে তাণ্ডব চালায়। যদিও ওই ব্যক্তিকে কি উদ্দেশ্যে সে কলেজে গিয়ে ভাঙচুর চালালো এখনো জানা যায়নি। কলেজে এই মুহূর্তে উপস্থিত রয়েছে তৃণমূল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।