চেন্নাই-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্টালিনের সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'সৌজন্যমূলক সাক্ষাৎকার', দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'স্টালিন আমার ভাই-এর মতো', জানালেন মমতা।
চেন্নাই-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্টালিনের সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'সৌজন্যমূলক সাক্ষাৎকার', দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'স্টালিন আমার ভাই-এর মতো', জানালেন মমতা। 'কোনও বিশেষ রাজনৈতিক দলকে নিয়ে মন্তব্য নয়'- মমতা বন্দ্যোপাধ্যায়। 'এখানে এসেছি ব্যক্তিগত একটি অনুষ্ঠানে যোগ দিতে'- মমতা। 'রাজ্যপাল এল গণেশনের দাদার জন্মদিনের আমন্ত্রণ ছিল'- মমতা। 'দুই রাজনৈতিক ব্যক্তিত্ব মুখোমুখি হলে রাজনীতি আলোচনাটা স্বাভাবিক'। 'আঞ্চলিক দলগুলোকে আমি বিশ্বাস করি, তারা সঠিক পথে রয়েছে'। '২০২৪-এর সাধারণ নির্বাচনে আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে'। স্টালিলের সঙ্গে সাক্ষাৎ-এর পর মিডিয়াকে জানিয়েছেন মমতা।