'বিজেপি-র শাগরেদ সিপিএম-কংগ্রেস, নির্বাচন এলেই রাম-বাম-শ্যাম এক হয়ে যায়' কৃষ্ণনগরের সভা থেকে ঝাঁঝাল আক্রমণ মমতা-র।
'বিজেপি-র শাগরেদ সিপিএম-কংগ্রেস, নির্বাচন এলেই রাম-বাম-শ্যাম এক হয়ে যায়' কৃষ্ণনগরের সভা থেকে ঝাঁঝাল আক্রমণ মমতা-র। শুধু বিজেপি নয়, পাশাপাশি সিপিএম, কংগ্রেসকে কটাক্ষ করে মমতা বলেন, ‘নির্বাচনের সময় এরা এক হয়ে যায়। সব রাম-বাম-শ্যাম। জগাই-মাধাই। এ ওর কাছ থেকে কানাঘুষো করে। নানা রকম আদানপ্রদান করে। রাজনীতির সঙ্গে আরও কিছু চলে।’