বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায় তলিয়ে গিয়েছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ ঝাড়খণ্ডের উপর।
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায় তলিয়ে গিয়েছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ ঝাড়খণ্ডের উপর। সেই কারণেই ৩ তারিখ পর্যন্ত বাংলার সীমান্ত বন্ধ রাখার ঘোষণা। আসানসোল দুর্গাপুর পুলিশ পশ্চিমবঙ্গের আসানসোলের মাইথনের ডিবুডিহ চেকপোস্টে ঝাড়খণ্ড বাংলার সীমান্ত সিল করা হয়েছে। বিপাকে পড়েছেন বাইরে থেকে আসা ট্রাক চালকরা। ১৯ নম্বর জাতীয় সড়কে বহিরাগত পণ্যবাহী গাড়ির ভিড়।