মালদা মোথাবাড়িতে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। তিনি জানান 'মোথাবাড়ির হামলা পূর্ব পরিকল্পিত'।
মালদা মোথাবাড়িতে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। তিনি জানান 'মোথাবাড়ির হামলা পূর্ব পরিকল্পিত'। পাশাপাশি জানান 'আমরা ক্ষমতায় এলে একটা হিন্দুর বাড়ি ভাঙলে ৫টা মুসলিম বাড়িতে বুলডোজার চালাব'। পাশাপাশি তিনি অভিযোগ করেন 'মমতা বিদেশে গেলেই হিন্দুদের উপর হামলা হয়'।