‘যদি আমার দলের লোকেরা ভুল করে, তাদের বলব ক্ষমা চাও। মাথা নিচু করলে কেউ অসম্মানিত হয় না। যে ক্ষমা করে তার হৃদয় অনেক বড়। দিদির স্বপ্ন সোনার বাংলা গড়ার। এর জন্য আপনাদেরকে দিদির পাশে থাকতে হবে।’
'যদি আমার দলের লোকেরা ভুল করে, তাদের বলব ক্ষমা চাও। মাথা নিচু করলে কেউ অসম্মানিত হয় না। যে ক্ষমা করে তার হৃদয় অনেক বড়। দিদির স্বপ্ন সোনার বাংলা গড়ার। এর জন্য আপনাদেরকে দিদির পাশে থাকতে হবে। মানুষের বাড়ি যেতে হবে, ভালো ব্যবহার করতে হবে। মানুষকে পরিষেবা দিয়ে থাকলে তার জবাব ব্যালট বক্সে পড়বে। পূর্ব মেদিনীপুরের জনসভায় বললেন মিমি চক্রবর্তী।