পুকুর পাড়ে পড়ে থাকা বোমা হঠাৎ ফেটে প্রবল আওয়াজ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের সামসেরগঞ্জের তিনপাকুরিয়ায় এলাকায় ।
পুকুর পাড়ে পড়ে থাকা বোমা হঠাৎ ফেটে প্রবল আওয়াজ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের সামসেরগঞ্জের তিনপাকুরিয়ায় এলাকায় । খবর পেয়ে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী । পুকুর পাড়ে কিভাবে বোমা এলো তা খতিয়ে দেখছে পুলিশ।