মালদায় স্কুল দুর্ঘটনায় ফেরেনি হুঁশ! মালদার চাঁচল-এর আরও একটি স্কুল খবরের শিরোনামে। আতঙ্ক নিয়েই স্কুলমুখি পড়ুয়ারা। নির্বিকার প্রশাসন, এভাবেই চলছে স্কুল। শোচনীয় অবস্থা মালদার চাঁচল-২ ব্লকের নেহালপুর প্রাথমিক বিদ্যালয়ের।
মালদায় স্কুল দুর্ঘটনায় ফেরেনি হুঁশ! মালদার চাঁচল-এর আরও একটি স্কুল খবরের শিরোনামে। আতঙ্ক নিয়েই স্কুলমুখি পড়ুয়ারা। নির্বিকার প্রশাসন, এভাবেই চলছে স্কুল। শোচনীয় অবস্থা মালদার চাঁচল-২ ব্লকের নেহালপুর প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলে খসে পড়ছে পলেস্তারা , স্কুল বিল্ডিং-এর চারিদিকে ফাটল। যে কোনো সময় ভেঙে পড়তে পারে স্কুলের ক্লাসরুম। স্কুলের জরাজীর্ণ দুর্দশার কথা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক। দ্রুত স্কুল সংস্কারের দাবি জানিয়েছেন পড়ুয়ারা।