পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণী থানার এক নম্বর আনন্দনগর এলাকায়। সূত্রের খবর ভোররাতে চিৎকার চেঁচামেচি শুনতে পান স্থানীয়রা।
পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণী থানার এক নম্বর আনন্দনগর এলাকায়। সূত্রের খবর ভোররাতে চিৎকার চেঁচামেচি শুনতে পান স্থানীয়রা। পরিবারের সদস্য ও স্থানীয়রা গিয়ে দেখেন স্ত্রী মেঝেতে পড়ে রয়েছে স্বামী খাটে বসে। স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয়দের অভিযোগ স্বামী মদ্যপ অবস্থায় স্ত্রীকে খুন করেছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটির তদন্ত কল্যাণী থানার পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে।