সামশেরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের ৫ প্রার্থী, আনন্দ উল্লাসে আবির খেলায় মাতল শাসকদল

সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের পাঁচ প্রার্থীর বিরুদ্ধে কোনও মনোনয়ন জমা পড়েনি । বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করায় এদিন আনন্দ উল্লাসে আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল প্রার্থীরা।

সামশেরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেসের পাঁচ প্রার্থী। এই পাঁচ প্রার্থীর বিরুদ্ধে কোনও মনোনয়ন জমা পড়েনি। তৃণমূল কংগ্রেসের পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করায় এদিন আনন্দ উল্লাসে আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল প্রার্থীরা। যদিও বিরোধীদের অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসের কারণে মনোনয়ন জমা দিতে পারেননি তাঁরা। মহব্বতপুর গ্রামের ১১৮ নম্বর বুথের তৃণমূল প্রার্থী সাবিনা খাতুন, দোগাছীর ১৭৮ নম্বর বুথের পুঠিমারী গ্রামের আলাউদ্দিন শেখ, ১৭১ নম্বর বুথের শাহাবুদ্দিন শেখ ওরফে টুটুল, প্রতাপগঞ্জের ৯৯ নম্বর বুথের তাজকেরা বিবি এবং নিমতিতা গ্রাম ২১৮ নম্বর বুথের আলিয়ারা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন । 
 

04:33রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন ক্ষমতায় এলে কী করবেন তিনি?04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:31অবশেষে নির্ধারিত হলো আরজি কর মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর06:37Bhangar : তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড়02:39পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের পুলিশের হাতে বড়সড় সাফল্য! চাঞ্চল্য চন্দননগরে05:01'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:08‘ভারতবর্ষ ফুঁ দিলে বাংলাদেশ উড়ে যাবে’ ইউনূসকে চরম হুঁশিয়ারি অগ্নিমিত্রার, দেখুন
Read more