তৃণমূলের বিরুদ্ধে গাজোলের স্ট্রং রুম থেকে ব্যালট বাক্স চুরির অভিযোগ। প্রতিবাদে ধর্নায় বসলেন সাংসদ খগেন মুর্মু সহ বিজেপি কর্মীরা ।
গাজোল বিধানসভার গাজোল হাজি নাকো মহম্মদ হাইস্কুলে স্ট্রংরুম করা হয়েছে । স্ট্রংরুম দেখতে যান সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক চিন্ময় দেব বর্মন। তখন তারা জানতে পারে একটি ব্যালট বক্স গায়েব হয়ে গিয়েছে। অভিযোগের তির শাসক দলের দিকে । প্রতিবাদে ধর্নায় বসলেন সাংসদ খগেন মুর্মু সহ বিজেপি কর্মীরা ।