পঞ্চায়েত ভোট আসবে যাবে কিন্তু পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে প্রাণগুলি চলে যাচ্ছে সেগুলি ফিরে আসবেনা, পঞ্চায়েত নির্বাচন প্রহসনে রূপান্তরিত হয়েছে তা বাতিল করে দেয়া উচিৎ মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর ।
সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী । তিনি জানান পঞ্চায়েত নির্বাচন প্রহসনে রূপান্তরিত হয়েছে তা বাতিল করে দেয়া উচিৎ । তিনি বলেন এবার ভোটে কারচুপি একটা নতুন রূপ নিয়েছে, আপনার পয়সা থাকলেই আপনি জিতে বাড়ি চলে যাবেন, আপনার প্রয়োজন নেই শুধু নোটের প্রয়োজন। পাশাপাশি তিনি বলেন আরও রক্ত ঝরবে আরো খুন হবে । আরও বলেন কি উদ্দেশ্যে আমরা পঞ্চায়েত নির্বাচন করব সেটা নিয়ে নাগরিক সমাজে আলোচনা হোক । অধীর বলেন পঞ্চায়েত ভোট আসবে যাবে কিন্তু পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে প্রাণগুলি চলে যাচ্ছে সেগুলি ফিরে আসবেনা ।