সংরক্ষণের গেরো! রামনগর-২ ব্লকের কাদুয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করবে তৃণমূল। কিন্তু প্রধান পদে বসতে চলেছেন বিজেপি থেকে জয়ী প্রার্থী।
গ্রাম পঞ্চায়েতে শাসকদলের কোনও জয়ী প্রার্থী প্রধান হতে পারবেন না । গ্রাম পঞ্চায়েতের প্রধান হবেন বিরোধী দলের জয়ী প্রার্থী। কারণ প্রধানের পদটি এস সি সংরক্ষিত আসন। রামনগর-২ ব্লকের কাদুয়া গ্রাম পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও মাথায় হাত তৃণমূল কর্মীদের । এসসি প্রার্থী হিসেবে জিতেছেন বিজেপির রথীকান্ত দাস। ফলে তিনিই প্রধান পদে বসতে চলেছেন |